কাজিপুর রানী দিনমণি বহুমুখী উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় অবস্থিত একটি ঐতিহাসিক মাধ্যমিক বিদ্যালয়। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই সরকারি বিদ্যলয়টি সিরাজগঞ্জ জেলার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৫৬৬ জন ছাত্র/ছাত্রী অধ্যয়নরত আছে, কর্মরত আছেন ৫৩ জন শিক্ষক। প্রতিষ্ঠানটি রাজশাহী শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন।
ইতিহাস
১৯৭৩ সালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিশিষ্ঠ সমাজসেবকদের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে মেয়েদের জন্য একটি স্বতন্ত্র বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যার নামকরণ করা হয় কাজিপুর রানী দিনমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় মেসার্স চন্দ্র আনন্দ মোহন, ধুপিলের জমিদার, ইন্দুবালা চৌধুরানী, খান সাহেব মৌলভী মিজানুর রহমান, বাবু কালীদাস চৌধুরী, মৌলভী ইউসুফ উদ্দিন তালুকদার, খেদন রাও, সালিয়া নারায়ন প্রসাদ ও হাজী আহম্মেদ আলী প্রমুখ ব্যক্তিবর্গ আর্থিকভাবে সাহায্য করেন।
অবকাঠামো
প্রায় সাড়ে চার একর জমির উপর প্রতিষ্ঠিত এই স্কুলটিতে বর্তমানে তিনটি ভবন আছে। এসব ভবনের মোট ২৫টি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়ের পুরাতন ভবনটি অনেকটা মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত। দ্বিতল এই ভবনটি ১৯৭৩ সালে নির্মাণ করা হয়।পরবর্তীতে স্কুলটিতে ছাত্র/ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে একটি তিন তলা ভবন নির্মাণ করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে স্কুলটিতে ২০১৯ সালে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। পূর্বে স্কুল প্রাঙ্গনে একটি পুকুর ছিল, যা সম্প্রতি ভরাট করে ফেলা হয়েছে।